মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন ঠেকাতে কমিউনিটি সাংবাদিকদের ভূমিকা

বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা শুরু হয়েছে। এই উত্তেজনার মধ্যেই ভারতীয় গণমাধ্যমে নজিরবিহীনভাবে বাংলাদেশ নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা ও গুজব ছড়ানো হচ্ছে, যা একটি রাষ্ট্রের বিরুদ্ধে তথ্যসন্ত্রাসের পর্যায়ে পড়ে। এইসবের বিপরীতে কূটনৈতিক উপায়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে বাংলাদেশ। এ নিয়ে অনুসন্ধান করেছে ফ্যাক্ট চেক সংস্থা রিউমার স্ক্যানার। ১২ আগস্ট থেকে বাংলাদেশ নিয়ে প্রতিদিন অন্তত ১৩টি ভুয়া খবর ছড়িয়েছে ৪৯টি ভারতীয় গণমাধ্যম। সে হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গত চার মাসে ১ হাজার ৫৬০টি ফেইক নিউজ করে ভারতীয় গণমাধ্যম। এসব তথ্য জানিয়েছে স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার।
ফেইক নিউজ করা শীর্ষ সংবাদমাধ্যমগুলোর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক পাঁচটি গুজব প্রচার করেছে। এ নিয়ে পরবর্তী অবস্থানে রয়েছে, হিন্দুস্তান টাইমস, জি নিউজ এবং লাইভ মিন্ট; যারা প্রত্যেকে অন্তত তিনটি করে গুজব প্রকাশ করেছে। এছাড়া, রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ অন্তত দুটি করে গুজব প্রচার করেছে। বাকি ৪১টি গণমাধ্যম অন্তত একটি করে গুজব প্রচার করেছে। এছাড়াও আর বাংলা নামে একটি টিভি চ্যানেল প্রতিদিন বাংলাদেশ সম্পর্কে হিংসা ও বিদ্বেষমূলক মিথ্যা নিউজ প্রচার করে।
বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে চলমান মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন ঠেকাতে কমিউনিটি সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। শফিকুল আলম বলেন, ফ্রান্স ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। ফরাসি মূলধারার গণমাধ্যমের সাথে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সাংবাদিকরা সংযোগ তৈরি করে দেশের ভাবমূর্তি বাড়াতে ভূমিকা রাখতে পারেন।
শুক্রবার প্যারিসের একটি হলে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মাহবুব হোসাইন, সিনিয়র সাংবাদিক ও ডিআরইউ'র সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, বাংলা টেলিগ্রাম সম্পাদক শাহ সুহেল আহমেদ, ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান রাজু, এনটিভি ইউরোপের ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, টাইম টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি অনুক্ত কামরুল, সাংবাদিক মোমিন আনসারি, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াছির আরাফাত খোকন, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি মামুন মাহিন, সাংবাদিক তানভীর আহমেদ তোহা এবং দেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম।
Parisreports / Parisreports

আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

ফ্রান্সে দুটি বইয়ের মোড়ক উন্মোচন

প্যারিসে জাতীয় কবির ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালন

জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পারিবারিক বনভোজন

ফ্রান্সে লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি ঘোষণা

প্রবাসীদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটের সুযোগ

প্যারিসে ফ্রান্স দর্পণের ১০ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান

ফ্রান্সে বসবাসরত দিরাই-শাল্লা জাতীয়তাবাদী পরিবারের মতবিনিময় সভা

সংযুক্ত আরব আমিরাতে রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ উদযাপন

শহীদ জিয়াকে অবমাননাকারীদের বিএনপি সহজে ছেড়ে দিবে না

ফ্রান্সে ইপিএস কমিউনিটির মেধা অন্বেষণ ও সাংস্কৃতিক মিলনমেলা

বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ
