সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নতুন সংগঠন 'সাদা হাতি'র আনুষ্ঠানিক উদ্বোধন ফ্রান্সে 


উল্লাস আশিক আহমেদ photo উল্লাস আশিক আহমেদ
প্রকাশিত: ১৩-১-২০২৫ দুপুর ৪:৩০

'মানবিক পৃথিবীর পথে', স্লোগাকে ধারণ করে একটি অরাজনৈতিক ও বেসরকারী উদ্যোগে সম্প্রতি সামাজিক সংগঠন ‘সাদা হাতি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ফ্রান্সে। ‘সাদা হাতি’র উদ্দেশ্য পিছিয়ে পড়া মানুষদের, বিশেষত নারীদের উন্নয়নের পথে এগিয়ে নেওয়া, শিশুদের মুখে হাসি ফোটানো এবং একটি মানবিক পৃথিবী গড়ে তোলা।

'সাদা হাতি' মনে করে সমাজের চিন্তাশীল ও কল্যাণকামী মানুষ, যাঁরা শুধু নিজেরই নয় অন্যদের জীবনমান উন্নয়নেও অবদান রাখতে আগ্রহী, তাঁরা  একসাথে কাজ করলেই পৃথিবীকে আরও সুন্দর, আরও মানবিক করে তোলা সম্ভব। ‘সাদা হাতি’র লক্ষ্য হচ্ছে - নারীর ক্ষমতায়ন, শিশুর উন্নয়ন, প্রতিবন্ধীদের স্বপ্ন পূরণ, জলবায়ু রক্ষা, পরিবেশ দূষণ রোধ, বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসন ও মানবিক মূল্যবোধের প্রসার। 

'সাদা হাতি' সম্পর্কে উদ্যোগতারা বলেন -
পৃথিবীর সৌন্দর্য প্রাকৃতিক এবং মানুষের সুরুচি দ্বারা সৃষ্ট। মানবিক বোধ যত উন্নত হয়, মানুষের জীবনও তত সুন্দর হয়। শুধু নিজের সুখই নয়, অন্যের সুখের অনুসঙ্গ হওয়াও জীবনের দায়। এতে যে পরম প্রশান্তি মেলে তা  জীবনকে অর্থপূর্ণ ও আনন্দময় করে তোলে। 'সাদা হাতি' জীবনের আনন্দ উপভোগ করতে চায়, মানবিক পৃথিবী গড়ে তোলায় অংশী হতে চায়।
 
নামটি 'সাদা হাতি' কেন? কারণ 'সাদা হাতি' বিরল এবং সম্ভ্রান্ত। আমরা চাই পিছিয়ে পড়া মানুষ নিশেষতঃ নারীরা সমস্ত বাঁধা অতিক্রম করে সুপ্রতিষ্ঠিত হয়ে উঠুক। তাঁদের জীবন হয়ে উঠুক সাদা হাতি'র মত বিরল ও সম্ভ্রান্ত। আমরা সেইসব জীবনের সহযোগী হতে চাই। 

চাই পৃথিবী জুড়ে 'সাদা হাতি'র প্রসার ঘটে। লক্ষ্য পূরণে 'সাদা হাতি' সহযোগিতা চায় মানবিক মানুষের, একই সাথে সামাজিক সংস্থা, গোষ্ঠী ও সরকারের। 
প্যারিসের একটি হলে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সি ই ও সোনিয়া জামান। ইমরান হোসেন  এবং রাসেল আহমেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সোনিয়া জামান এবং সাদা হাতি সংগঠনের বিষয়ে বিস্তারিত তুলে ধরনের সাইফুল ইসলাম ( রনি)। অন্যান্যের মধ্যে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন মির্জা ফাউন্ডেশনের মির্জা মাজারুল ইসলাম,  সারসেল ক্রিকেটে ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, সমাজ কর্মি হাসনাদ জাহান, প্যারিস- বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত সোহেল, ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আখঞ্জি ফেরদৌস করিম, সামিম আহমেদ, নাট্যকার সোয়েব, সাহানাজ আকতার সহ  বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ । 

উপস্থিত সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সুধীজনেরা 'সাদা হাতি'র উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন - নারী-শিশু ও প্রতিবন্ধীসহ মানবিক উন্নয়নের লক্ষ্য নিয়ে 'সাদা হাতি'র এই পদযাত্রাকে আমরা সাধুবাদ জানাই। 'সাদা হাতি'র মানবিক যাত্রায় আমরাও অংশীজন হতে চাই এবং এর সাফল্য কামনা করি।

উদ্বোধনী আয়োজনের সহযোগিতায় ছিল মির্জা ফাউন্ডেশন। সৌজন্যে ছিল রোজিস মার্কেটিং এক্সপার্ট (ফ্রান্স), বিজেন্স (বাংলাদেশ), খাদ্য সৌজন্যে - বারাকা চিকেন (ফ্রান্স) এবং মিডিয়া পার্টনার - ফ্রান্সের মিডিয়া সমূহ এবং ডিজিটাল পার্টনার - ইউরো-শিয়া মার্ট। মির্জা ফাউন্ডেশন, সি এস পি ডি (প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান), বিজেন্স ও সার্কেল প্রোডাকশন প্রভৃতি  সংগঠন ও উদ্যোগতাদের সাথে নিয়ে 'সাদা হাতি' বাংলাদেশে তাদের কর্মকান্ড প্রাসারিত করবে।

এই আয়োজনে ছিল সফলতার গল্প, অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্রকে তুলে ধরা, মানসিক সহায়তা প্রদান ও কুইজ প্রতিযোগিতা। 'সাদা হাতি' র পক্ষ থেকে  স্পনসর, সহযোগী, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিগন, আগত সুধীমন্ডলী এবং শুভাকাঙ্খীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও তাঁদেরকে সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়। মজাদার বাংলাদেশী খাবার আপ্যায়নের মধ্য দিয়ে চমৎকার এই আয়োজনের সমাপ্তি ঘটে।

Parisreports / Parisreports

আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

ফ্রান্সে দুটি বইয়ের মোড়ক উন্মোচন

প্যারিসে জাতীয় কবির ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালন

জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পারিবারিক বনভোজন 

ফ্রান্সে লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি ঘোষণা

প্রবাসীদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটের সুযোগ  

প্যারিসে ফ্রান্স দর্পণের ১০ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান

ফ্রান্সে বসবাসরত দিরাই-শাল্লা জাতীয়তাবাদী পরিবারের মতবিনিময় সভা

সংযুক্ত আরব আমিরাতে রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ উদযাপন

শহীদ জিয়াকে অবমাননাকারীদের বিএনপি সহজে ছেড়ে দিবে না

ফ্রান্সে ইপিএস কমিউনিটির মেধা অন্বেষণ ও সাংস্কৃতিক মিলনমেলা

বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ

সেইন্ট ডেনিসে উৎসবমুখর ঈদ পুনর্মিলনী