রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বান্দরবানে ফের ২০ শ্রমিককে অপহরণ


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৭-২-২০২৫ রাত ১২:৫৮

বান্দরবানের লামায় ১৫ দিনের ব্যবধানে ফের ২০ শ্রমিককে অপহরণের  অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফাঁসিয়া খালি ইউপির ১ নম্বর ওয়ার্ড গয়াল মারা রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫),  মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। এরা সবাই কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গয়ালমারা রাবার বাগান এলাকায় বাগানের কাজ করতে যায় ২০ শ্রমিক। সেখান থেকে আজ দুপুরে সশস্ত্র একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় শ্রমিকদের। খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী।

স্থানীয় ইউপি সদস্য মংমে মার্মা ও জিয়াবুল হক বলেন, ঘটনাস্থলটি দুই উপজেলার সীমানায়। কতজনকে নিয়ে গেছে সেই সংখ্যা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। চাঁদার দাবিতে ও দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাদের অপহরণ করেছে। সাম্প্রতিক সময়ে বান্দরবানের লামাসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী তৎপরতা চাঁদাবাজি ও অপহরণের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
 
লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুল আনোয়ার বলেন, অনেকগুলো রাবার বাগান আছে। কিছু অংশ লামায় পড়ছে, কিছু অংশ নাইক্ষ্যংছড়ি উপজেলায় পড়েছে। সেসব এলাকায় অপহৃত শ্রমিকদের উদ্ধারে যৌথবাহিনীর  অভিযান চলমান আছে বলে জানান তিনি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন সত্যতা নিশ্চিত করে রোববার সন্ধ্যায় ঢাকা মেইলকে জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা ও লামা উপজেলার সীমান্তে দুর্গম এলাকা ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড গয়ালমারা মুরুংঝিড়ি রাবার বাগান এলাকা থেকে শনিবার দিবাগত রাতে ২০ শ্রমিককে সন্ত্রাসীরা অপহরণ করেছে। অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি। 
 
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারিতে একই উপজেলার সরই ইউনিয়ন থেকে দুই দফায় ১৪ জন শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর অভিযানে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছিল।

Parisreports / Parisreports

চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ

গাজীপুরে ফ্ল্যাট থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার 

পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ  

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কা নিহত ২

সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, কর্মহীন ভোলার ৬৫ হাজার জেলে 

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, বাসে আগুন

ভোলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর 

কোম্পানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের যোগসাজশে চলছে আ.লীগ নেতার ইটভাটা

পাগলা মসজিদের দানবাক্সে ৯ কোটি ১৭ লাখ টাকা

নোয়াখালীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

ভুল ইনজেকশনে প্রবাসী যুবকের মৃত্যুর অভিযোগ

নোয়াখালীতে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ফেসবুকে ইসরাইলী পণ্য বিক্রির গুজব, নিরাপত্তাহীনতায় মালিক-কর্মচারীরা