বান্দরবানে ফের ২০ শ্রমিককে অপহরণ
বান্দরবানের লামায় ১৫ দিনের ব্যবধানে ফের ২০ শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফাঁসিয়া খালি ইউপির ১ নম্বর ওয়ার্ড গয়াল মারা রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন- মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। এরা সবাই কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গয়ালমারা রাবার বাগান এলাকায় বাগানের কাজ করতে যায় ২০ শ্রমিক। সেখান থেকে আজ দুপুরে সশস্ত্র একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় শ্রমিকদের। খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী।
স্থানীয় ইউপি সদস্য মংমে মার্মা ও জিয়াবুল হক বলেন, ঘটনাস্থলটি দুই উপজেলার সীমানায়। কতজনকে নিয়ে গেছে সেই সংখ্যা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। চাঁদার দাবিতে ও দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাদের অপহরণ করেছে। সাম্প্রতিক সময়ে বান্দরবানের লামাসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী তৎপরতা চাঁদাবাজি ও অপহরণের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুল আনোয়ার বলেন, অনেকগুলো রাবার বাগান আছে। কিছু অংশ লামায় পড়ছে, কিছু অংশ নাইক্ষ্যংছড়ি উপজেলায় পড়েছে। সেসব এলাকায় অপহৃত শ্রমিকদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলমান আছে বলে জানান তিনি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন সত্যতা নিশ্চিত করে রোববার সন্ধ্যায় ঢাকা মেইলকে জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা ও লামা উপজেলার সীমান্তে দুর্গম এলাকা ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড গয়ালমারা মুরুংঝিড়ি রাবার বাগান এলাকা থেকে শনিবার দিবাগত রাতে ২০ শ্রমিককে সন্ত্রাসীরা অপহরণ করেছে। অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারিতে একই উপজেলার সরই ইউনিয়ন থেকে দুই দফায় ১৪ জন শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর অভিযানে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছিল।
Parisreports / Parisreports
বাগানের ৩০০ পেয়ারা গাছ কেটে দিল প্রতিপক্ষ
কুয়াশা দিচ্ছে শীতের বার্তা, রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা
ঘুমন্ত মায়ের পাশ থেকে ১১ মাসের শিশু নিখোঁজ
চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবদলকর্মীর
চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কা
নদীর মোহনায় কমেছে ইলিশ
ভোলায় ফের র্যাবের হাতে ধরা জ্বীনের বাদশা
বার বার কাশি দিয়ে পরীক্ষার হলে ধরা পড়লেন চাকরিপ্রার্থী
নাটোরে গোডাউনে মিলল ১৩ টন গুলির খোসা
জামালপুরে ২২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে প্রাণ হারালেন বাবা-ছেলে
হত্যার পর মরদেহ ফেলা হচ্ছে নদীতে