শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-২-২০২৫ দুপুর ১:৩০

তেলেগু অভিনেতা ও ওয়াইএসআর কংগ্রেস পার্টির সদস্য পোসানি কৃষ্ণ মুরলিকে গ্রেফতার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে হায়দরাবাদের তার বাসভবন থেকে আটক করা হয়। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ওবুলভারিপল্লি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ইন্ডিয়া টুডে’র তথ্য, তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ১৯৬, ৩৫৩(২) এবং ১১১-সহ তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে রাজারামপেটের অতিরিক্ত বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

গ্রেফতারের সময় পোসানি পুলিশকে জানান যে, তিনি অসুস্থ ও চিকিৎসাধীন রয়েছেন। তবে পুলিশ তাকে সহযোগিতা করতে বলেন এবং তার স্ত্রীর হাতে গ্রেফতারি নোটিশ তুলে দেয়। নোটিশে উল্লেখ করা হয়, ‘তার অপরাধ শাস্তিযোগ্য ও জামিন অযোগ্য। তাই তাকে বিচারিক হেফাজতে পাঠানো হচ্ছে।’

এর আগেও তিনি আইনি সমস্যায় জড়িয়েছেন। ২০২৪ সালের নভেম্বরে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

পোসানি কৃষ্ণ মুরলি তেলেগু চলচ্চিত্র জগতের জনপ্রিয় কমেডি অভিনেতা। ২০২৪ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রতি সমর্থন জানিয়েছিলেন।

Parisreports / Parisreports