বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সুন্দরবনে আগুন, ধারেকাছে নেই পানির উৎস


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২২-৩-২০২৫ বিকাল ৫:৪১

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাদপাই রেঞ্জের কলমতেজী ফরেষ্ট টহল ফাঁড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তারা অগ্নিনির্বাপণে প্রাথমিক কাজ শুরু করেছেন। 

শনিবার (২২ মার্চ) সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। বিকেলে বন বিভাগের পক্ষ থেকে আগুনের বিষয়টি নিশ্চিত করেন বিভাগীয় বনকর্মকর্তা মো. নূরুল করিম।

স্থানীয়রা জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে খাল থেকে আগুন লাগার স্থানের দূরত্ব বেশি হওয়ায় পানির উৎসের অভাবে বেগ পেতে হচ্ছে। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়াতে না পারে সেজন্য আগুনের চারপাশে ফায়ারলাইন কাটা শুরু করেছে বনরক্ষীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম জানিয়েছেন, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছেছে। রামপাল ও কচুয়া থেকে তাদের আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়া হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস জানান, আশেপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেয়া হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, সুন্দরবনে আগুন লেগেছে, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছানোর পর আগুনের বিস্তৃতি বা কী অবস্থা সে বিষয়ে বিস্তারিত বলতে পারবো। তবে যতটুকু খোজ খবর নিয়েছি যায়গাটা বেশ দুর্গম। ধারেকাছে পানির উৎস নেই। আগুন লাগার স্থান থেকে বেশ খানিকটা দূরে পানি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হতে পারে। বনকর্মীরা আগুন নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। ইতোমধ্যে ফায়ার লাইনের কাজ শুরু হয়েছে।

Parisreports / Parisreports

বাগানের ৩০০ পেয়ারা গাছ কেটে দিল প্রতিপক্ষ

কুয়াশা দিচ্ছে শীতের বার্তা, রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা

ঘুমন্ত মায়ের পাশ থেকে ১১ মাসের শিশু নিখোঁজ

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবদলকর্মীর

চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কা

নদীর মোহনায় কমেছে ইলিশ 

ভোলায় ফের র‍্যাবের হাতে ধরা জ্বীনের বাদশা

বার বার কাশি দিয়ে পরীক্ষার হলে ধরা পড়লেন চাকরিপ্রার্থী

নাটোরে গোডাউনে মিলল ১৩ টন গুলির খোসা

জামালপুরে ২২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে প্রাণ হারালেন বাবা-ছেলে

হত্যার পর মরদেহ ফেলা হচ্ছে নদীতে 

রাজশাহী নগরের ড্রেনে বড়শি ফেললেই মিলছে মাছ