মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

১১ ঘণ্টা পর ঢাকার সঙ্গে খুলনার রেল চলাচল স্বাভাবিক


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ১১:৩

১১ ঘণ্টা পর ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনটি মাদারীপুরের শিবচর থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়। এর আগে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে জংশন থেকে বের হলে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো জানমালের ক্ষতি হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (লোকোমোটিভ ইনচার্জ) মো. হুমায়ুন কবীর বলেন, সকাল সাড়ে ৮টার দিকে জাহানাবাদ ট্রেনটি মাদারীপুরের শিবচর স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে গেছে। এর আগে ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন ও একটি বগি মূল ট্রাকে ওঠানো হয়।

তিনি বলেন, দুর্ঘটনাটি ঘটেছিল ভাঙ্গা জাংশন এলাকায়। উদ্ধারকারী দল এসে ট্রেনটিকে শিবচর এলাকায় নিয়ে যায়। সেখান থেকে সকাল সাড়ে ৮টার দিকে সবকিছু ঠিক করে খুলনার উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি। তিনি আরও বলেন, দুর্ঘটনার জন্য এই পথের যেসব ট্রেন বন্ধ ছিল। রেলসড়ক স্বাভাবিক হওয়ায় সেগুলোও চলাচল করতে শুরু করেছে।

এর আগে, শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে। রাত ১১টা ৪০ মিনিটে ট্রেনটি খুলনা পৌঁছানোর কথা ছিল। ভাঙ্গা রেলওয়ে জংশনে যাত্রা বিরতি শেষ করে রাত ৯টা ২০ মিনিটের পর জংশন থেকে বের হয়। পরে সাড়ে ৯টার দিকে জংশনের অদূরে এক কিলোমিটারের মধ্যে সিগন্যালের ভুল ও যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেনটির ইঞ্জিন ও লাগেজ বগি লাইনচ্যুত হয় । তবে এতে হতাহতের কোনো হয়নি।

ভাঙ্গা রেলওয়ে জংশনে পুলিশের দ্বায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) খাইরুজ্জামান শিকদার বলেন, ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হয়েছে। কেউ কেউ সড়ক পথে রাতেই খুলনা চলে গেছেন।

Parisreports / Parisreports

বাগানের ৩০০ পেয়ারা গাছ কেটে দিল প্রতিপক্ষ

কুয়াশা দিচ্ছে শীতের বার্তা, রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা

ঘুমন্ত মায়ের পাশ থেকে ১১ মাসের শিশু নিখোঁজ

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবদলকর্মীর

চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কা

নদীর মোহনায় কমেছে ইলিশ 

ভোলায় ফের র‍্যাবের হাতে ধরা জ্বীনের বাদশা

বার বার কাশি দিয়ে পরীক্ষার হলে ধরা পড়লেন চাকরিপ্রার্থী

নাটোরে গোডাউনে মিলল ১৩ টন গুলির খোসা

জামালপুরে ২২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে প্রাণ হারালেন বাবা-ছেলে

হত্যার পর মরদেহ ফেলা হচ্ছে নদীতে 

রাজশাহী নগরের ড্রেনে বড়শি ফেললেই মিলছে মাছ