মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

এপ্রিলে সড়কে ৫৯৩ দুর্ঘটনায় নিহত ৫৮৮


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ৩:৪৯

বিদায়ী এপ্রিল মাসে দেশের সড়কে ৫৯৩টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত এবং ১১২৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৬ জন নারী এবং ৭৮ জন শিশু রয়েছে।

এ সময়ে ২১৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ জন নিহত হয়েছেন। এছাড়া ৭টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। ২২টি রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

রোববার (১১ মে) সকালে সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এপ্রিল মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।  রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিভাগে সর্বাধিক ১৭৩টি দুর্ঘটনায় ১৫৪ জন নিহত হয়েছেন। রংপুর বিভাগে সবচেয়ে কম ৩১টি দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। জেলা হিসেবে চট্টগ্রামে ৩৫টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছে। নীলফামারী জেলায় দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি হয়নি। রাজধানী ঢাকায় ৩৪টি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও মানসিক অসুস্থতা, বেতন-কর্মঘন্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিআরটিএ’র সক্ষমতার ঘাটতির কথা বলা হয়েছে।

সুপারিশ হিসেবে দক্ষ চালক তৈরি, চালকদের বেতন-কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএ’র সক্ষমতা বৃদ্ধি, পরিবহন মালিক-শ্রমিক ও পথচারীদের ট্রাফিক আইন মানার বাধ্যবাধকতা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন বন্ধ এবং আলাদা সার্ভিস রোড তৈরি, মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ এবং সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে।

দুর্ঘটনা পর্যালোচনায় বলা হয়েছে, গত মার্চ মাসে ৫৮৭টি দুর্ঘটনায় ৬০৪ জন নিহত হয়েছিলেন। প্রতিদিন গড়ে ১৯.৪৮ জন নিহত হলেও এপ্রিল মাসে এই সংখ্যা ১৯.৬ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ, প্রাণহানি কমার লক্ষণ নেই। অধিকাংশ দুর্ঘটনা ঘটে অতিরিক্ত গতির কারণে। এই গতি নিয়ন্ত্রণে প্রযুক্তিগত নজরদারি এবং চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণ জরুরি।

এছাড়া পেশাগত সুযোগ-সুবিধার অভাবে যানবাহন চালকরা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের পেশাগত সুবিধা নিশ্চিত করতে হবে।

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনে নতুন এক দিগন্তের সূচনা করলো ‘সাফ ফোর্স ক্রিকেট ক্লাব’। শনিবার (১০ মে) সন্ধ্যায় প্যারিসের ফাস্তি কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই ক্লাবের অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের আয়োজক ছিল প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘সলিডারিটিতে আজি ফ্রান্স (সাফ)’। মূলত ফ্রান্সে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, তাদের প্রতিভাকে বিকশিত করা এবং মূলধারার ফরাসি সমাজে বাংলাদেশি কমিউনিটির অবস্থান সুদৃঢ় করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সাফ।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে, ‘আমাদের কথা’-র সম্পাদক লুৎফুর রহমান বাবু, বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি অভিনয়শিল্পী সোয়েব মোজাম্মেল, মাই টিভির ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, অনলাইন সংবাদমাধ্যম ‘অবিরাম বাংলা ডটকম’-এর উপসম্পাদক এবং ক্রীড়া ব্যক্তিত্ব জান-ই-আলম ও সাফ-এর প্রশাসনিক সেক্রেটারি জুবাইদা শাম্মী জাহান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাফ-এর জেনারেল সেক্রেটারি মামুন হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ ফখরুজ্জামান, সাফ সদস্য শাহীন আহমদ এবং সাফ-এর স্পোর্টস সেক্রেটারি শিহাব উদ্দিন।

সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, “সাফ ফোর্স কেবল একটি ক্রিকেট দল নয়—এটি একটি চিন্তাধারার নাম, একটি সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। এর মাধ্যমে আমরা ক্রীড়াঙ্গনে বাংলাদেশিদের স্বীকৃতি নিশ্চিত করতে চাই এবং তরুণদের মধ্যকার প্রতিভা ও সম্ভাবনাকে সামনে আনতে চাই।”

তিনি আরও বলেন, “এই প্ল্যাটফর্ম শুধু খেলার জন্য নয়, বরং এটি একে অপরকে জানার, শেখার এবং নিজস্ব সংস্কৃতি তুলে ধরার একটি অবকাশও। আমরা বিশ্বাস করি, সাফ ফোর্স ভবিষ্যতে একটি আন্তর্জাতিক ব্র্যান্ড হয়ে উঠতে পারে, যা ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক পরিচিতি আরও জোরালো করবে।”

অনুষ্ঠানে সাফ ফোর্স ক্রিকেট টীমের খেলোয়াড়, সাফ-এর স্বেচ্ছাসেবক, সদস্য ও ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।

সাফ ফোর্স-এর এই পদক্ষেপ কেবল একটি ক্রীড়া উদ্যোগ নয়, বরং এটি ফরাসি মাটিতে প্রবাসী বাংলাদেশিদের আত্মপরিচয় গড়ে তোলার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

এই ক্লাবের মধ্য দিয়ে প্রবাসে বেড়ে ওঠা তরুণদের মধ্যে একদিকে যেমন গড়ে উঠবে দলগত চেতনা, তেমনি তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বদানের সক্ষমতাও বৃদ্ধি পাবে—এমন প্রত্যাশা সকলের।

Parisreports / Parisreports

ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

নটরডেম কলেজের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

বিচারের আগ পর্যন্ত আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন

এপ্রিলে সড়কে ৫৯৩ দুর্ঘটনায় নিহত ৫৮৮

বুদ্ধ পূর্ণিমা’র শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

কোকোর কবর জিয়ারত করলেন স্ত্রী শর্মিলা ও জুবাইদা রহমান

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ চলছে

চলতি মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা

মিরপুরে দুই নারীর মরদেহ, পুলিশের ধারণা হত্যাকাণ্ড

আবদুল হামিদের দেশত্যাগে ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বৃদ্ধি

সার্জারি শেষে ফিরলেন গণঅভ্যুত্থানে মুখ হারানো খোকন

‘বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়, বাকি সব মায়ের’