৩৫ মণের 'ব্লাক ডায়মন্ড' ষাঁড়ের দাম ১২ লাখ

নড়াইল সদরের তারাপুরের প্রকৃতির মাঝে গড়ে উঠা চিত্রা অ্যাগ্রো ফার্মে গিয়ে দেখা মেলে ৩৫ মণ বা ১৪০০ কেজি ওজনের ক্রস জাতের ‘ব্লাক ডায়মন্ড’ ষাঁড় গরুটির। গরুর মালিক এটির দাম হাকিয়েছেন ১২ লাখ টাকা। যাকে বের করতে ও সামলাতে ২০ থেকে ২৫ জন লোকের দরকার পড়ে। কারণ শান্ত স্বভাবের ক্রস ফ্রিজিয়ান শাহীওয়াল জাতের ষাঁড়টি ছাড়া পেলেই রীতিমতো তাণ্ডব চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর বয়স্ক ছয় দাঁতের বিশালাকৃতির ‘ব্লাক ডায়মন্ডের’ দৈর্ঘ্য প্রায় ১১ ফুট ও উচ্চতায় সাড়ে ৬ ফুট। চিত্রা অ্যাগ্রো ফার্ম কর্তৃপক্ষের দাবি - খামারটির খোলামেলা পরিবেশ ও প্রাকৃতিক খাবারে বেড়ে উঠেছে এ ষাঁড়টি, পুরো উপজেলায় এর চেয়ে বড় গরু আর একটিও নেই। এবার কোরবানি ঈদে বিক্রির জন্য এটিকে প্রস্তুত করেছেন চিত্রা অ্যাগ্রো ফার্মের মালিক মিল্টন শিকদার।
চিত্রা অ্যাগ্রো ফার্ম সূত্র জানায়, ‘ব্লাক ডায়মন্ডের’ সঙ্গে একই খামারে ৬০টি গরু লালন-পালন করা হচ্ছে। চলতি বছর কোরবানি ঈদের জন্য ৫৭টি দেশি ষাঁড় প্রস্তুত করা হয়েছে খামারে।
ফার্মের মালিক মিল্টন শিকদার জানান, নিয়মিত পরিচর্যায় দুই থেকে তিন বেলা শ্যাম্পু দিয়ে গোসল করানো হয় ষাঁড়টিকে। নিয়ম করে তিন বেলার খাবারে দেওয়া হয় খামারির নিজস্ব জমির কাঁচা ঘাস, ভুট্টা, চিটাগুড়, খৈল, লবণ ও গম ভাঙা।
খামারের পরিচর্যার দায়িত্বে থাকা আরহাম ও আব্দুর রহমান বলেন, প্রতিদিন প্রায় ৫০০ টাকার খাবার খায় গরুটি। একে নিয়ম করে প্রতিদিন অন্তত দু’বার গোসল করানো হয়। আমরা পরিবারের সদস্য মনে করেই তাকে লালন-পালন করছি। এটি খুব শান্ত হলেও মাঝেমধ্যে অশান্ত হয়ে যায়। ষাঁড়টি বের করতে গেলে ২০ থেকে ২৫ জন লোক লাগে। খামারে অনেক গরুর মধ্যে ‘ব্ল্যাক ডায়মন্ডই’ সবচেয়ে বড়।
চিত্রা অ্যাগ্রো ফার্মের মালিক মিল্টন এইচ শিকদার বলেন, ষাঁড়টিকে আমরা হাটে তুলব না, খামার থেকেই বিক্রি করব। ১২ লাখ টাকায় বিক্রি করতে চাইছি। ইতিমধ্যে সাড়ে ৮ লাখ টাকা দাম উঠেছে। প্রায় দুই বছর আগে যশোরের সাতমাইল হাট থেকে ষাঁড়টি কিনে আনি। তখন এর ওজন ছিল ৪০০ কেজির মতো। আমরা একে প্রাকৃতিকভাবে লালনপালন করেছি, পরিমিত খাবার দিয়েছি। বেশি খাবার দিলে এর ওজন আরও ৬ -৭ মণ বেশি হতো। ওজন অতিরিক্ত হলে ঝিমায় যেত, কিন্তু ষাঁড়টি এখন খুবই প্রাণবন্ত।
Parisreports / Parisreports

চাঁদপুরে মোটরসাইকেল-রিকশার সংঘর্ষে নিহত ২

৩৫ মণের 'ব্লাক ডায়মন্ড' ষাঁড়ের দাম ১২ লাখ

লঞ্চের যাত্রী সেজে মদ পাচার, গ্রেফতার ১

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩

কোম্পানীগঞ্জে প্রবাসীর ওপর আ.লীগের নেতাকর্মিদের হামলা

১৩ মামলার আসামি যুবলীগ কর্মিকে পিটিয়ে হত্যা

নোয়াখালীতে যুবলীগ কর্মীকে হত্যা

জামালপুরে নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

১১ ঘণ্টা পর ঢাকার সঙ্গে খুলনার রেল চলাচল স্বাভাবিক

বজ্রপাতে প্রাণ গেল তিন ছাত্রী ও এক কৃষকের
