মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান, ১১ ট্রলারসহ আটক ২৩৫ জেলে


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২৫ রাত ১০:৯

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে ট্রলার, মাছ ও জাল জব্দ করা হয় যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ টাকা।

শুক্রবার (১০ অক্টোবর) কক্সবাজার ও কুতুবদিয়ার অদূরে নৌবাহিনীর জাহাজ ‘শহীদ দৌলত’ টহল পরিচালনা করে।

টহলকালে দেখা যায়, কিছু জেলে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে অবৈধভাবে ইলিশ শিকার করছে। এ সময় অভিযান পরিচালনা করে নৌবাহিনী প্রায় ১১টি মাছ ধরার ট্রলার আটক করে। ট্রলারে তল্লাশি করে ক্ষতিকর ও অবৈধ ৫০টি বেহুন্দি জাল এবং ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে। জব্দকৃত ট্রলার, মাছ ও জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ টাকা। অভিযান চলাকালে অবৈধ মাছ ধরার সাথে জড়িত ২৩৫ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত মাছ, ট্রলার ও জাল কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় এবং আটক জেলেদের কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করা হয়।

এমন টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ নৌবাহিনী।

Parisreports / Parisreports