আশ্বিনের শেষে ঘন কুয়াশায় মোড়ানো পঞ্চগড়

আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরাঞ্চলে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমশীতল বাতাস ও কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমন। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। কয়েক দিন ধরেই উত্তরের এই জনপদে রাতে ও ভোরে হালকা কুয়াশা দেখা দিচ্ছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৬টায় দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এতে ভোরের বাতাসে ছিল এক ধরনের স্নিগ্ধতা ও শীতলতা, যা অনেকের কাছেই শীতের আগমনী বার্তা হিসেবে ধরা দিয়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ২২-২৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করলেও মঙ্গলবারের এই তাপমাত্রা পতনকে মৌসুমি পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত বলেই মনে করছেন স্থানীয়রা। আবহাওয়ার এই পরিবর্তনে জেলার বিভিন্ন এলাকায় রাতের শেষ ভাগে ও ভোরে হালকা কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। আজ সকালটা ছিল ব্যতিক্রম-কুয়াশার সঙ্গে যুক্ত হয়েছে মৃদু ঠান্ডা হাওয়া।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে ঘুম ভাঙতেই জানালা দিয়ে চোখে পড়ে ধোঁয়াটে কুয়াশার চাদর। অনেকেই এই কুয়াশাময় আবহ উপভোগ করতে বের হয়েছেন বাইরে। কেউ হাঁটছেন, কেউ বা গরম চায়ের কাপে চুমুক দিয়ে কাটাচ্ছেন সকালের সময়। শীতে আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়াতে শিশু ও বয়স্কদের অনেকেই ইতোমধ্যে হালকা গরম কাপড় পরতে শুরু করেছেন।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এটি মৌসুমি পরিবর্তনের লক্ষণ। এখন থেকে প্রতিদিন তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।
Parisreports / Parisreports

আশ্বিনের শেষে ঘন কুয়াশায় মোড়ানো পঞ্চগড়

স্বামীর বিষপানের খবর শুনে স্ত্রীর আত্মহত্যা

তালাবদ্ধ দোকানঘরে মিলল গৃহবধূর লাশ, স্বামী পলাতক

মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান, ১১ ট্রলারসহ আটক ২৩৫ জেলে

৫ মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা

তিস্তার পানি বিপৎসীমার ওপরে

নেত্রকোণায় স্পিডবোট উল্টে ৪ বরযাত্রী নিখোঁজ

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কোটি ৯ লাখ টাকা

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

একই পরিবারের ৪ জনের মরদেহ

বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২

মাগুরায় কবরস্থান থেকে ৯২টি লাইট চুরি
