পরিচালক সমিতির ভোট হচ্ছে না শনিবার
বর্তমান রাজনৈতিক ও সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে না। শুক্রবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনারসহ নির্বাচনে অংশ নেয়া দুই প্যানেলের প্রার্থীরা এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন।
এদিন একটি সূত্র জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপাতত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব প্রার্থী ও নির্বাচন কমিশনার মিলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নির্বাচনের তারিখ পরবর্তীতে জানানো হবে।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) বলা হয় চলচ্চিত্রের আঁতুর ঘর। চলচ্চিত্র সংশ্লিষ্ট যেকোনো বিষয়ই বিএফডিসিতে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে করা হয়। এ জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক মেয়াদের এই নির্বাচন বিএফডিসির বাইরে করতে পরিচালকরা সম্মতি নন। এ অবস্থায় পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক হলে বিএফডিসি প্রাঙ্গণেই নির্বাচন করতে চান পরিচালকরা।
এদিকে এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। এরমধ্যে একটির সভাপতি পদে রয়েছেন শাহীন সুমন ও মহাসচিব পদে শাহীন কবির টুটুল এবং অপর প্যানেলে রয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফিউদ্দীন সাফি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু।
Parisreports / Parisreports
জন্মদিনে নতুন টিজারে ঝড় তুললেন যশ
আয়ের শীর্ষে রণবীরের ‘ধুরন্ধর’
অ্যানিভার্সারি লুকে চমকে দিলেন তাহসান পত্মী রোজা!
দুইবার হার্ট অ্যাটাক, এবার স্ট্রোক করলেন গায়ক তৌসিফ
আত্মহত্যার দৃশ্যে অভিনয়ের পরই মারা গেলেন অভিনেত্রী
বিশ্বখ্যাত ফরাসি নায়িকা ব্রিজিত বার্দো মারা গেছেন
৬০ বছর বয়সে কত সম্পত্তির মালিক সালমান?
গুরুতর আহত ইমরান
আবারও মা হলেন ভারতী সিং
মঞ্চে মাদক সেবন, উইজ খলিফাকে কারাদণ্ড
শাড়িতে নজর কাড়লেন স্বস্তিকা
মা-বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার নিক