হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সাইফ

বলিউডের ‘ছোট নবাব’ খ্যাত সাইফ আলি খান স্থানীয় সময় বুধবার (১৫ জানুয়ারি) মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে আততায়ীর হাতে জখম হন। এরপর তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬ দিন চিকিৎসা গ্রহণ শেষে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বাড়ি ফিরতে চলেছেন এই অভিনেতা। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন সাইফ আজ বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পাবেন। তবে চিকিৎসকরা তাকে আরও কয়েকদিন বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন। সেই সাথে, অভিনয় সংক্রান্ত কাজ থেকে আপাতত দূরে থাকতে বলেছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, গভীর রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি বলিউড তারকা সাইফ আলি খান। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে ঘটে এ ঘটনা।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানায়, সাইফ আলি খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে চুরি বা ডাকাতির চেষ্টাকালে ঘটেছে এ ঘটনা। গভীর রাতে এক দুর্বৃত্ত প্রবেশ করলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় সাইফ আলি খানের। এসময় তাকে ছুরিকাঘাত করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়, চুরির উদ্দেশে বলিউডের ‘নবাব’-এর বাড়িতে ঢোকে ওই দুর্বৃত্ত। সে ঘরে ঢোকার চেষ্টা করলে সাইফ আলি খানের ঘুম ভেঙে যায়। তিনি বাধা দেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে একাধিকবার বলিউড তারকাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সাইফকে। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
Parisreports / Parisreports

তৃতীয় বিয়েও টিকলো না শ্রাবন্তীর

আল্লু অর্জুনের নতুন ছবির নায়িকা হতে চাইলেন না প্রিয়াঙ্কা!

৭ দিনে 'বরবাদ'-এর রেকর্ড পরিমাণ আয় ২৭ কোটি ৪৩ লাখ টাকা

কান চলচ্চিত্র উৎসবে আবারও টম ক্রুজ

ফের ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মান খুরানার স্ত্রী

ডাইনির মতো হাসেন শ্রদ্ধা, সেজন্যই সুযোগ পান সিনেমায়!

যৌন হেনস্তার ঘটনায় ‘স্কুইড গেম’-এর অভিনেতার কারাদণ্ড

‘খুব ছোট’ বলে সিনেমা থেকে বাদ পড়ে যান অভিনেত্রী

হেনস্তার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

‘ব্যাটম্যান’খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন

সম্পর্ক আইসক্রিমের মতো, তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর বিজয়

কঙ্গনাকে কটাক্ষ করলেন সালমান খান
