হাতে প্লাস্টার নিয়ে সেই বাড়িতেই ফিরলেন সাইফ আলি খান

গত বৃহস্পতিবার ভোরে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা চালানো হয়। রক্তাক্ত অবস্থায় পিঠে ছুরির আড়াই ইঞ্চি ফলা নিয়েই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ছুটে যান নায়ক।
সেখানে প্রায় ৫ দিনের চিকিৎসার পর মঙ্গলবার বিকেলে নিজের বাড়িতে ফিরলেন দ্বিগুণ বিক্রমে। পরনে সাদা শার্ট, জিন্স। বাঁ হাতের কব্জিতে বাধা ব্যান্ডেজ। ছোট করে ছাঁটা চুল, পরিষ্কার কামানো দাড়ি। একেবারে সোজা হেঁটে বাড়ির দিকে রওনা হলেন অভিনেতা। হাসিমুখে হাত নাড়লেন সাংবাদিকদের উদ্দেশে।
মঙ্গলবার দুপুর দুইটার পর সাইফকে দেখা যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের বাইরে। কড়া নিরাপত্তার মধ্যে অভিনেতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্যেরা।
গাড়িতে চালকের পাশের আসনে বসেন সাইফ। অভিনেতাকে ধরতে তার পেছনে ছুঁটে যান সাংবাদিকেরা। গতি বাড়িয়ে বেরিয়ে যায় অভিনেতার গাড়ি। হাসপাতাল থেকে সোজা নিজের বাড়িতেই ঢোকেন অভিনেতা।
প্রাথমিকভাবে বলা হয়েছিল, সৎগুরু শরণ আবাসনে না গিয়ে সাইফ যাবেন পাশের একটি আবাসনে, যেখানে ২০২১ সালের আগে থাকতেন তিনি। কিন্তু এদিন তার গাড়ি গিয়ে ঢোকে সৎগুরু শরণেই। সেই ফ্ল্যাটেই যেখানে তার ওপর হামলা হয়েছিল।
ততক্ষণে বাড়ির সামনে ভিড় করেছে পুলিশ। একেবারে সোজা হেঁটে বাড়িতে ঢুকলেন অভিনেতা। আবাসনের মূল ফটকের বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাজ্জিদের দিকে হাত নেড়ে নমস্কার জানান। বুড়ো আঙুল তুলে স্পষ্ট বুঝিয়ে দেন, তিনি একেবারে সুস্থ।
এদিন সাইফকে হাসপাতাল নিয়ে যেতে এসেছিলেন স্ত্রী কারিনা কপূর ও মা শর্মিলা ঠাকুর। হাসপাতাল থেকে বেরিয়ে কারিনা অবশ্য অন্য গাড়িতে বাড়ি ফেরেন। গাড়িতে ভেতরে অভিনেত্রীকে ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। সে সময় খুবই বিরক্ত ছিলেন তিনি।
এর আগে চিকিৎসকেরা বলেছিলেন, আগামী সাত দিন বিশ্রামে থাকতে হবে সাইফকে। এমনকি আগামী দু’দিন শুয়ে থাকার পরামর্শই দেওয়া হয়েছিল। বাস্তবে অবশ্য দেখা গেল, একেবারে চাঙ্গা অভিনেতা।
Parisreports / Parisreports

তৃতীয় বিয়েও টিকলো না শ্রাবন্তীর

আল্লু অর্জুনের নতুন ছবির নায়িকা হতে চাইলেন না প্রিয়াঙ্কা!

৭ দিনে 'বরবাদ'-এর রেকর্ড পরিমাণ আয় ২৭ কোটি ৪৩ লাখ টাকা

কান চলচ্চিত্র উৎসবে আবারও টম ক্রুজ

ফের ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মান খুরানার স্ত্রী

ডাইনির মতো হাসেন শ্রদ্ধা, সেজন্যই সুযোগ পান সিনেমায়!

যৌন হেনস্তার ঘটনায় ‘স্কুইড গেম’-এর অভিনেতার কারাদণ্ড

‘খুব ছোট’ বলে সিনেমা থেকে বাদ পড়ে যান অভিনেত্রী

হেনস্তার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

‘ব্যাটম্যান’খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন

সম্পর্ক আইসক্রিমের মতো, তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর বিজয়

কঙ্গনাকে কটাক্ষ করলেন সালমান খান
