শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

বৈচিত্র্যময় আয়োজনে মুখর সন্ধ্যা উদীচীর সম্মেলনে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-২-২০২৫ রাত ১১:৫৭

সাংগঠনিক নানা গুরুত্বপূর্ণ আলোচনা আর সন্ধ্যায় বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন। শুক্রবার সকাল নয়টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শুরু হয় সম্মেলনের সাংগঠনিক বা কাউন্সিল অধিবেশন।

দিনব্যাপী নানা সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পর সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক পরিবেশনা পর্ব। উদীচী নৃত্য বিভাগের শিল্পীদের দলীয় পরিবেশনা দিয়ে শুরু হওয়া এ পর্বে ছিল উদীচী যশোর জেলা সংসদের পরিবেশনায় গীতি-আলেখ্য। দলীয় গণসংগীত নিয়ে মঞ্চে আসেন উদীচী সিলেট জেলা সংসদের শিল্পীরা।

এ ছাড়া একক সংগীত পরিবেশন করেন মীর সাখাওয়াত। একক আবৃত্তিতে ছিলেন বেলায়েত হোসেন ও সৈয়দ ফয়সল আহমদ। উদীচী আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীরা পরিবেশন করেন ‘জাগবার দিন আজ’ শীর্ষক বৃন্দ পরিবেশনা। পর্বটি সঞ্চালনা করেন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সম্পাদক সুরাইয়া পারভীন ও সদস্য সৈয়দা অনন্যা রহমান।

সম্মেলনের দ্বিতীয় দিন উদীচীর যশোর শাখার শিল্পীরা পরিবেশন করেন গীতিআলেখ্য। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিশু একাডেমির মিলনায়তনে

শনিবার সকাল নয়টায় শুরু হয় সম্মেলনের তৃতীয় ও সমাপনী দিনের কার্যক্রম। সারা দিন নানা সাংগঠনিক পর্ব শেষে পরবর্তী দুই বছরের জন্য নতুন কেন্দ্রীয় সংসদ গঠনের মধ্য দিয়ে শেষ হয় উদীচীর এবারের জাতীয় সম্মেলন। সম্মেলনে অধ্যাপক বদিউর রহমান সভাপতি ও জামশেদ আনোয়ার তপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলন উদ্বোধন করেন উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ঘনিষ্ঠ সহচর প্রবীণ কৃষকনেতা লীনা চক্রবর্তী। তিন দিনব্যাপী উদীচীর এবারের জাতীয় সম্মেলনের স্লোগান, ‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামব না কখনোই শত ষড়যন্ত্রে’।

১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে সৃজনশীল মাধ্যমে সমাজের নানা অসংগতি, শোষণ-বঞ্চনা, অত্যাচার-নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে চলেছে উদীচী। প্রতি দুই বছর পরপর জাতীয় সম্মেলন আয়োজন করে উদীচী।

Parisreports / Parisreports