রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

পঞ্চগড়ের টিউলিপ বাগানে বসন্তের ছোঁয়া


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৪-২-২০২৫ দুপুর ১:১৩

‘সেই ফাগুনে বসন্তের প্রেমে আবার ফাগুন হব দ্বিগুণ’-এমন প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের সরকারি অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে  বসন্ত উৎসবের আয়োজন করে নাট্য দল ভূমিজ এবং প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা কারিগর।

আয়োজনে জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণের মধ্য দিয়ে শুরু হয় উৎসব পালন। প্রদীপ প্রজ্জ্বলন করে জুলাই বিপ্লবে পঞ্চগড়ের ৫ জন শহীদের স্মৃতি স্মরণে প্রদর্শনী করা হয়। এর আগে বিকেলে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে গান পরিবেশনের মধ্যেই জুলাই অভ্যুত্থানে সরাসরি অংশ নেওয়া স্থানীয় ছাত্র, শিক্ষক, সমাজসেবী ও আইনজিবীরা স্মৃতিচারণ করেন। জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে পালন করা হয় ১ মিনিট নীরবতা। পরে ২১ এর গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, ফয়সাল, মাহফুজ, পঞ্চগড় জজ কোর্টের সহকারি কৌশুলী ও পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারি, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা, পঞ্চগড় জেলা) সভাপতি আনোয়ার ইসলাম খায়ের, ভূমিজের সভাপতি সরকার হায়দার, উদীচীর সভাপতি গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক আহসান হাবিব, মানিক খান। স্মৃতিচারণে আন্দোলনের সময় নানা প্রতিবন্ধকতা, হুমকি, নির্যাতনের স্মৃতি তুলে ধরেন বক্তারা।

স্থানীয় গীতিকার ও সুরকারদের প্রেম ও প্রকৃতি বিষয়ক গান পরিবেশন করে বসন্ত রাঙিয়ে তোলে ভূমিজের শিল্পীরা। সংগীত পরিবেশন করেন ভূমিজের নাট্যকর্মী ও সঙ্গীত শিল্পী পূর্বা, জেবিন, রইসউদ্দিন, মোস্তাক আহমেদ, রনী শীল, রিপন, তানিন, আনোয়ার,সুমন ও আমিনুর।

এদিকে এবারও বসন্ত রাঙাচ্ছে ভিনদেশী নেদারল্যান্ডের টিউলিপ। কয়েক বছর ধরে শীত ও বসন্ত উৎসব ঘিরে  বিভিন্ন প্রজাতির টিউলিপ ফুটিয়ে ফুলপ্রেমিদের আকর্ষণ তৈরি করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও। প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতারের উদ্যোগেই প্রান্তিক নারীদের দিয়ে গত চার বছর ধরে উচ্চমূল্যের আকর্ষণীয় ফুল নেদারল্যান্ডের টিউলিপ ফোটাচ্ছেন। টিউলিপের নজরকাড়া সৌন্দর্যে পর্যটকদের মোহিত করছে, আকৃষ্ট করছে। হ্যাপি ভ্যালেনটাইনস ডে-তে ভিনদেশি টিউলিপে মজেছে ফুলপ্রেমিরা।

বাগান ঘুরে ঘুরে ক্যামেরায় তুলছেন ছবি। কেউ এসেছেন পরিবার, কেউ দম্পতি, কেউ প্রেমিক যুগল নিয়ে। বাগান ঘুরে ঘুরে টিউলিপ ফুলের সঙ্গে মিশে তুলছেন ছবি। সে ছবি পোস্ট করে ছড়িয়ে দিচ্ছেন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ বাগান থেকে আকর্ষণীয় টিউলিপ ফুলটি কিনে প্রিয়জনের হাতে উপহার দিয়ে প্রকাশ করছেন প্রেম বসন্তের অনুভূতি। 

Parisreports / Parisreports

চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ

গাজীপুরে ফ্ল্যাট থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার 

পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ  

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কা নিহত ২

সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, কর্মহীন ভোলার ৬৫ হাজার জেলে 

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, বাসে আগুন

ভোলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর 

কোম্পানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের যোগসাজশে চলছে আ.লীগ নেতার ইটভাটা

পাগলা মসজিদের দানবাক্সে ৯ কোটি ১৭ লাখ টাকা

নোয়াখালীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

ভুল ইনজেকশনে প্রবাসী যুবকের মৃত্যুর অভিযোগ

নোয়াখালীতে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ফেসবুকে ইসরাইলী পণ্য বিক্রির গুজব, নিরাপত্তাহীনতায় মালিক-কর্মচারীরা